তৱকালীন জমিদারদের নিকট থেকে জমিদারি সহ কিনে নেন আ: গনিসরকার এবং তৱপরবর্তী কিছুকাল আ: গনিসরকারই ছিল এই এলাকার জমিদার ক্রয় সূত্রে জমিদারীর মালিক ছিলেন তিনি। সময়ের বিবর্তনে এখন আর সেই জমিদারী প্রথা নাই কিন্তু কালের স্বাক্ষী হয়ে এখনো দাড়িয়ে আছে সেই বাড়ীটি। যেখানে ভোরের ঘুম ভাঙে পাখির কল কাকলিতে ছায়া ঘেরা পাখি ডাকা প্রকৃতির অপরূপ শোভা মন্ডিত এই বাড়িটি খুবই চমৱকার একটি দর্শনীয় স্থান।বর্তমানে এই বাড়িতে বসবাস করেন আ: গনি রকারের ছেলে মো: হাবিবুর রহমান সরকার।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS