প্রায় বিলুপ্তির পথে প্রাচিন ঐতির্য্য বাহী কামাল শিল্প। এএকটা সময় ছিল যখন এই কামার শিল্পের প্রচুর কদর ছিল। সভ্যতার পরিবর্তনের সাথে সাথে এই শিল্পের কদর এখন আর নেই তার পর গ্রামের কিছু কিু যায়গায় এখনো চোখে পরে হারিয়ে যাোয়া এই কামার শিল্প। পাশাপাশি আজো কালের স্বাক্ষী হয়ে দারিয়ে আছে উথলী ইউনিয়নের সড়ক এবঙ জনপথের ডাক বাংলাটি। এক সময় এই ডাকবাংলায় প্রায় সব সময় চলচিত্র কিম্বা ভিভিন্ন নাটকের সুটিং হত। পাশাপাশি উথলী ইউনিয়ন পরিষদের সর্বস্থরের জনগণ তাদের প্রান প্রিয় চেয়ারম্যান মহোদয়ের সাথে তাদের জীবনের সুখ দুখের কথা এভাবেই ভাগাভাগি করে নিতে প্রতিদিন জমায়েত হন তাদের প্রিয় পরিষদে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS