Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যেকোনো অপ্রীতিকর ঘটনা ও তথ্য জানতে এবং জানাতে যোগাযোগ করুন:-   মোঃ আব্বাস আলী, চেয়ারম্যান, মোবাইল: 01715-334440, মোহাম্মদ গোলাম মোস্তফা, সচিব, মোবাইল: 01722-603747


শিরোনাম
আ: গনি সরকার জমিদার বাড়ী
স্থান
উথলী শিবালয় মানিকগঞ্জ
কিভাবে যাওয়া যায়
ঢাকা আরিচা মহা সড়কে শিবালয়ের আগের ষ্টেশন হলো উথলী ষ্টেশন। আর এই উথলী ষ্টেশনে নেমে গোডাউন রোড ধরে ইছামতী নদীর কুল ঘেশে কোয়াটার মাইল এগিয়ে গেলেই চোখে পড়বে হাজার হাজার সুপারী বাগান আর বিভিন্ন রকমের গাছ পালা দিয়ে ঘেরা এই বাড়ীটি। উথলী থেকে পায়ে হেটে অথবা রিক্সায় ১০ টাকা ভাড়া নেবে।
বিস্তারিত

তৱকালীন জমিদারদের নিকট থেকে জমিদারি সহ কিনে নেন আ: গনিসরকার এবং তৱপরবর্তী কিছুকাল আ: গনিসরকারই ছিল এই এলাকার জমিদার ক্রয় সূত্রে জমিদারীর মালিক ছিলেন তিনি। সময়ের বিবর্তনে এখন আর সেই জমিদারী প্রথা নাই কিন্তু কালের স্বাক্ষী হয়ে এখনো দাড়িয়ে আছে সেই বাড়ীটি। যেখানে ভোরের ঘুম ভাঙে পাখির কল কাকলিতে ছায়া ঘেরা পাখি ডাকা প্রকৃতির অপরূপ শোভা মন্ডিত এই বাড়িটি খুবই চমৱকার একটি দর্শনীয় স্থান।বর্তমানে এই বাড়িতে বসবাস করেন আ: গনি রকারের ছেলে মো: হাবিবুর রহমান সরকার।