উথলী ইউনিয়নের বেলতা চকের সম্পুর্ন চক জুরে যেন হলুদের সুমুদ্র ঢেউ খেলে যাচ্ছে। অত্র এলাকার কুষি জমি বছরে প্রায় ৪-৫ মাস পানির নিচে থাকে বলে এই এলাকার কৃষকের প্রধান ফসল হচ্ছে শরিষা এবং ইরিধান। ইরিধান কাটার পর পরই চলে আসে বন্যার পানি। পানির নিচে প্রায় ৪-৫ মাস থাকার কারনে এই সকল জমিতে প্রচুর পলি মাটি পরে যে কারনে এখানে শরিষার বাম্পার ফলন হয়। শরিষা আর ধান দিয়েই অত্র এলাকার কৃষক হেসে খেলে বারটি মাস পার করে দেয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস