কালের স্বাক্ষী বহন করে আজো ঠায় দারিয়ে আছে উথলী ইউনিয়নের হাবিবুর রহমান সরকারের অতি প্রাচিন এই জমিদার বাড়িটি যদীও এই বাড়িটিতে বসবাস করেন হাবিবুর রহমান সরকার কিন্তু এক কালে এখানে বাস করতেন তৱকালিন জমিদার। তৱকালিন জমিদারের নি কট থেকে জমিদারি সহ কিনে নেন বর্তমান বসবাসকারী হাবিবুরন রহমানের পিতা আ: গনি সরকার। তার পর থেকেই এই বাড়িতে বসবাস করেন গনি সরকারের উত্তরাধিকারীগণ এখন আর জমিদারি প্রথা নেই কিন্তু এই বাড়িটি কালের স্বাক্ষী বহন করে একনো দারিয়ে আছে। এর পর ব্যানোরে যে মাঝারটি দেখা যাচ্ছে সেটি হলো খুব জাগ্রত পীর বাবা ফজর পাগলার মাঝার বাবা ফজর পাগলা আল্লাহর একজন কামেল বান্দা ছিলেন তিনি মুখ দিয়ে যা বের করতেন তাই ফলে যেত।কথিত আছে তিনি এক দিন আরিচা ঘাটের ফেরিতে উঠেছিলেন ফেরির কর্মচারি তাকে ফেরি থেকে নামিয়ে দেয় তারপর ফেরি আর চলে না অনেক খোজা খুজির পর বাবা ফজর পাগলাকে আবার ফেরিতে উঠানোর পর ফেরি চলতে শুরু করে। বর্তমান এই মাঝারটিতে প্রতি দিন শত শত মানুষ আসেন এই মাঝারের ধুলি নিতে । মাঝ খানে ২নং উথলী ইউনিয়ন পরিষদ যেখানে বসে অত্র ইউনিয়নের সকল কর্ম কান্ড পরিচালিত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস