Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যেকোনো অপ্রীতিকর ঘটনা ও তথ্য জানতে এবং জানাতে যোগাযোগ করুন:-   মোঃ আব্বাস আলী, চেয়ারম্যান, মোবাইল: 01715-334440, মোহাম্মদ গোলাম মোস্তফা, সচিব, মোবাইল: 01722-603747


ছবি
শিরোনাম
প্রচিন জমিদার বাড়ি এবং জাগ্রত পিরের মাছার
বিস্তারিত

কালের স্বাক্ষী বহন করে আজো ঠায় দারিয়ে আছে উথলী ইউনিয়নের হাবিবুর রহমান সরকারের অতি প্রাচিন এই জমিদার বাড়িটি যদীও এই বাড়িটিতে বসবাস করেন হাবিবুর রহমান সরকার কিন্তু এক কালে এখানে বাস করতেন তৱকালিন জমিদার। তৱকালিন জমিদারের নি কট থেকে জমিদারি সহ কিনে নেন বর্তমান বসবাসকারী হাবিবুরন রহমানের পিতা আ: গনি সরকার। তার পর থেকেই এই বাড়িতে বসবাস করেন গনি সরকারের উত্তরাধিকারীগণ এখন আর জমিদারি প্রথা নেই কিন্তু এই বাড়িটি কালের স্বাক্ষী বহন করে একনো দারিয়ে আছে। এর পর ব্যানোরে যে মাঝারটি দেখা যাচ্ছে সেটি হলো খুব জাগ্রত পীর বাবা ফজর পাগলার মাঝার বাবা ফজর পাগলা আল্লাহর একজন কামেল বান্দা ছিলেন তিনি মুখ দিয়ে যা বের করতেন তাই ফলে যেত।কথিত আছে তিনি এক দিন আরিচা ঘাটের  ফেরিতে উঠেছিলেন ফেরির কর্মচারি তাকে ফেরি থেকে নামিয়ে দেয় তারপর ফেরি আর চলে না অনেক খোজা খুজির পর বাবা ফজর পাগলাকে আবার ফেরিতে উঠানোর পর ফেরি চলতে শুরু করে। বর্তমান এই মাঝারটিতে প্রতি দিন শত শত মানুষ আসেন এই মাঝারের ধুলি নিতে । মাঝ খানে ২নং উথলী ইউনিয়ন পরিষদ যেখানে বসে অত্র ইউনিয়নের সকল কর্ম কান্ড পরিচালিত হয়।