Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যেকোনো অপ্রীতিকর ঘটনা ও তথ্য জানতে এবং জানাতে যোগাযোগ করুন:-   মোঃ আব্বাস আলী, চেয়ারম্যান, মোবাইল: 01715-334440, মোহাম্মদ গোলাম মোস্তফা, সচিব, মোবাইল: 01722-603747


ডিজিটাল সেন্টার

 

ডিজিটাল সেন্টার উথলী এর পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম

 

 

ভূমিকা: ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) হলো ডিজিটাল বাংলাদেশ রুপকল্পে-২০২১‌‌‍’বাস্তবায়নে একটি শক্তিশালী উদ্যোগ। কারন, ডিজিটাল সেন্টারের মাধ্যমে জনগনের দোরগোড়ায় সহজে সুলভে, দ্রুত তথ্য ও সেবা. পৌচ্ছানে সম্ভব। এই প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজ থেকে পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে যবে অাধুনিক যুগে।

 

 প্রতিষ্ঠানের নাম: ইউনিয়ন ডিজিটাল সেন্টার ‘‘উথলী’’

 ঠিকানা: উথলী,উপজেলা: শিবালয়, জেলা: মানিকগঞ্জ।

 


প্রতিষ্ঠাকাল: ১১ নভেম্বর,২০১০ ইং।

আইনগত ভিত্তি: স্থানিয় সরকার বিভাগ,এটুআই প্রোগ্রাম(প্রধান প্রন্ত্রীর কার্যালয়)।

নিতি নির্ধারনী: ব্যবস্থাপনা কমিটি।

ভিশন: ইউআইএসসি,উথলী এমন একটি প্রজন্ম দেখতে চায়, যে প্রজন্মের জনগনের মাঝে পৌচ্ছে যাবে আধুনিক তথ্য প্রযুক্তির সেবা।

মিশন: সমাজের অনগ্রসর জনগনের মাঝে তথ্য প্রবাহ নিশ্চিত করার মাধ্যমে তাদের জীবনযাত্রার মানে ইতিবাচক পরির্বন আনয়ন করা।

 

মূল উদ্দেশ্য:

 

ক) তৃণমূল মানুষের দোড়গোড়ায় তথ্য সেবা নিশ্চিত করা।

খ) দক্ষতা বৃদ্ধিমূলক বিভিন্ন প্রশিক্ষনের ব্যবস্থা করা।

গ) কৃষি,স্বাস্থ্য,শিক্ষা,আইন,মানবাধিকার,কর্মসংস্থান,বাজার বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান।

ঘ) এলাকায় যে, কোন ধরনের প্রাকৃতিক দৃর্যোগ মোকাবেলা করার লক্ষে প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহন।

 লক্ষ্যভূক্ত উপকাভোগী:

* ছাত্র/ছাত্রী

* শিক্ষক/শিক্ষিকা

* কৃষক

* নারী/পুরুষ

* সাংবাদিক

* বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান।

* সরকারী প্রতিষ্ঠান।

* বেকার যুব সমাজ।

* বিভিন্ন পেশা জীবির মানুষ।

* গৃহীনি।        

* ধর্মীয় নেতা।

* ব্যবসায়ী ।

* উদ্যেক্তা।

ইউআইএসসির নেটোর্য়াকিং সংস্থা সমূহ:-

* গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

* স্থানীয় সরকার বিভাগ।

* জেলা প্রশাসক।

* উপজেলা নির্বাহী অফসার।

* ইউনিয়ন পরিষদ।

* স্থানীয় সরকারী/বেসরকারী প্রতিষ্ঠান।

* স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান।

 

সেবা সমূহ:

◊প্রশিক্ষন।

◊ইন্টারনেট।

◊ফটোকপি।

◊ছবি তোলা প্রিন্টিং।

◊কম্পিউটার কম্পোজ।

◊বিভিন্ন সমস্যার সমাধান।

◊বিভিন্ন পন্যের বাজারদর।

◊মাল্টিমিডিয়া সুবিধা।

◊দৃর্যোগ ব্যবস্থাপনা।

 

∆প্রশিক্ষন :

দিন যায় বৃদ্ধি পায় মানুষের বয়স।সেই সাথে বিস্তার লাভ করে কর্মক্ষেত্র, বিস্তার লাভ করার পাশাপাশি দরকার হয় নতুন নতুন বিষয়ের অভিজ্ঞতা, কাজের প্রয়োজনে সকল কাজ সুষ্ঠভাবে বাস্তবায়নের জন্য ইউডিসি সর্ব স্তরের জনসাধারনদের বিভিন্ন

বিষয়ের উপর প্রশিক্ষনের ব্যবস্থা করবে।

∆ইন্টারনেট :

ইন্টারনেটের মাধ্যমে অল্প সময়ে সুলভে ছাত্র/ছাত্রীদের ভর্তি,রেজাল্ট, চাকুরী প্রার্থীদের চাকুরীর সুবিধা সহ, ব্যবসায়ীদের জন্য বিভিন্ন স্থানের পন্যের দাম, এবং বিভিন্ন পেশা জীবিদের চিঠি আদান প্রদান, অল্প খরচে প্রবাশীদের/এদেশের অবস্থানরত লোকের সাথে ছবি দেখা এবং কথা বলা যাবে।

∆ফটোকপি: বিভিন্ন কাজগপত্রদ্বী ফটোকপি করা।  

∆ছবি তোলা প্রিন্টিং: বিভিন্ন প্রয়োজনে সকল স্থরের মানুষদের ছবি তোলা সহ প্রিন্টি করা।

∆কম্পিউটার কম্পোজ: দলিল লেখন, বায়োডাটা,আবেদন ফরম সহ বিভিন্ন লেখনির কাজ কম্পোজ এবং প্রিন্টি।

∆বিভিন্ন সমস্যার সমাধান: কৃষি,স্বাস্থ্য,জীবন/জিবিকা, বিভিন্ন বিষয় বিত্তীক সমস্যার সমাধান।

∆মাল্টিমিডিয়া সুবিধা: মাল্টিমিয়ার মিডিয়ার সাহায্যে বিভিন্ন প্রশিক্ষন, সামাজিক উন্নয়ন মূলক ভিডিও শো পরিচালনা।∆দৃর্যোগ ব্যবস্থাপনা: দৃর্যোগ ঝুকিঁ নিরসনের জন্য কমিউনিটির মাধ্যমে দৃর্যোগ ঝুকিঁ নিরুপনের মাধ্যমে দৃর্যোগ ঝুকিঁ কমিযে আনান সুব্যবস্থা করা।

 

প্রত্যাশিত ফলাফল: আধুনিক ডিজিটাল বাংলাদেশ গঠন।   

 

 

উপসংহার :