বোয়ালীর খাল
শিবালয় উপজেলার বোয়ালীর খালটি শিবালয় পদ্মা নদী থেকে সরাসরী ইছামতী নদীর একটি সংযোগ খাল ছিল। এক সময় বর্ষা মৌসুমে বড় বড় পাল তোলা নৌকা শত শত মন মালামাল বোঝাই করে খরস্রোতা পদ্মা নদী হইতে ইছামতী নদীতে বের হতো
যে কারনে উথলী ইউনিয়নের বড় বড় ব্যবসায়ীগন পাবনা সিরাজগঞ্জ বিভিন্ন মোকাম তলা হইতে নদী পথে মালামাল বহন করত। বর্তমানে শিবালয় খালের মুখে বাধ দেয়ার ফলে খালটি প্রায় মরে গেছে।
ঘোষ বাড়ীর খাল
ঘোষ বাড়ীর খালটি অতি প্রচিন একটি খাল। একটা সময় ছিল যখন এই খাল দিয়ে বাবসায়ী বনিক গন বানিজ্য করতে আসত। এই খালটি বাঘুটিয়া ইউনিয়নের যমুনা নদী থেকে ইছামতী নদীর একটি সঙযোগ খাল। প্রাচিন ঐতিহ্য বাহী এই খাল দিয়ে উথলী ইউনিয়নের শত শত লোক যমুনা নদীতে মাছ শিকার করা সহ ব্যবসা বানিজ্যর জন্য ব্রবহার করে থাকে। বর্ষা মৌসুমে খালটির রূপ ভয়াবহ আকার ধারন করে দু পাশের রাস্তা ঘাট ভেংঙ্গে নিয়ে যায়। ভেঙ্গে যায় শত শত মানুষের ফসলী জমি ও ঘরবাড়ী। এখনো খালটি যমুনা নদী থেকে উথল ইউনিয়নের বুক চিরে প্রবাহিত হয়ে চলেছে।
ইছামতি নদী
ইছামতি নদীর কুল জুরে প্রবাহমান উথলী ইউনিয়ন। শান্ত এই নদীটি উথলী ইউনিয়নের আশির্বাদ স্রোতহীন ভাবে সকল মানুষকে দিয়ে যাছ্ছে স্বচ্ছ পানীর ফোয়ারা। বর্সা মৌসুমে এই নদীতে এক সময় পালতোলী নৌকার অপরূপ শোভা বধর্ন হতো। নববধু নায়োরে যওয়ার জন্য অথবা যে কোন মালামার বহনের জন্য এই নদী ছিল একমাত্র মাধ্যম। উথল ইউনিয়নের দক্ষিনাঞ্চলের সাধারন মানুষ একমাত্র নৌ পথেই চলাচল ছিল। বর্ষায় নরম পলি পরে কৃষি জমিতে ফলে অত্র অঞ্চলের সোনার ফসল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস