Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যেকোনো অপ্রীতিকর ঘটনা ও তথ্য জানতে এবং জানাতে যোগাযোগ করুন:-   মোঃ আব্বাস আলী, চেয়ারম্যান, মোবাইল: 01715-334440, মোহাম্মদ গোলাম মোস্তফা, সচিব, মোবাইল: 01722-603747


উথলী ইউনিয়নের ইতিহাস

সবুজ শ্যামল ছায়াঘেরা উপজেলা সংলগ্ন চির চেনা শান্ত নদী ইছামতীর দুই কুল জুরে অবস্থিত উথলী ইউনিয়ন। এখানকার অধিকাংশ মানুষ কৃশি নির্ভর কৃশির উর নির্ভর করেই তাদের জীবন অতিবাহিত হয়ে থাকে। একসময় এখানে নদীপথে চলত লঞ্চ এবং যে কোন পরিবহনের জন্য ব্যবহার হতো পাল তোলা নৌকা নববধু পিত্রালয়ে যাওয়া থেকে মালামাল পরিবহনে পালতোলা নৌকা ব্যবহার হয়ে থাকত। এখানে রয়েছে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স সড়ক ও জনপথের প্রাচিন ডাকবাংলা এবং জমিদারী আমলের বেশ কিছু পুরানো বিল্ডিং।

খ) আয়তন – ৭.০৩ (বর্গ মাইল)

গ) লোকসংখ্যা – ১৩৯২৫ জন (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ৩৩ টি।

ঙ) মৌজার সংখ্যা – ২৮ টি।

চ) হাট/বাজার সংখ্যা -৪ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম –বাস, সিএনজি/রিক্সা/মোটর সাইকেল/ হ্যালোবাইক ও স্কুটার।

জ) শিক্ষার হার – ৬৩%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৪টি,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০১টি,     

    উচ্চ বিদ্যালয়ঃ ০২ টি,

    মাদ্রাসা-০২টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ মাসুদুর রহমান মাসুদ।

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।