জেলা শহর মানিকগঞ্জ থেকে আরিচা কিম্বা পাটুরিয়া গামী পদ্মা লাইন অথবা বি,আর,টি,সি বাসে আরিচা পাটুরিয়ার আগের স্টেশন উথলী নামক স্থানে নামার পর উথলী থেকে পূর্ব দিগে উথলী ইউনিয়ন সংলগ্ন পরিবার পরিকল্পনা অফিস, উথলী, শিবালয়,মানিকগঞ্জ অবস্থিত।উথলী ইউনিয়ন ভূমি অফিস, শিবালয়, মানিকগঞ্জ অবস্থিত।
যোগাযোগের ঠিকানা:
পরিবার পরিকল্পনা
উথলী, শিবালয়, মানিকগঞ্জ।
ক্রমিক নং | কি সেবা | কিভাবে পাবেন | মত্মব্য |
০১ | কৃষি সম্প্রসারন কর্মকান্ডে কৃষদের অংশগ্রহন বৃদ্ধি করার নিমিত্তে উন্নত কলাকৌশল গ্রহনে কৃষকদেরকে উদ্বুদ্ধ ও সহযোগীতা করা। | এসএএও’দের মাধ্যমে |
|
০২ | কৃষি সম্প্রসারন কর্মী ও কৃষকদের প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা উন্নয়ন করা। | ইউএও’র মাধ্যমে |
|
০৩ | সকল কৃষকদের সাথে দলীয় ভিত্তিতে কাজ করা। | এসএএও’দের মাধ্যমে |
|
০৪ | কৃষক মাঠ, স্কুল ও আইপিএম/আইসিএম ক্লাবের মাধ্যমে সমন্বিত ভাবে পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি সম্প্রসারন করা। | আইপিএম/আইসিএম ক্লাব ও এসএএও দের মাধ্যমে |
|
০৫ | কীটনাশক, সার ও মাটি ইত্যাদি উপকরনের মান নিয়ন্ত্রন ও সুষম ব্যবহার নিশ্চিত করনের নিমিত্তে পরীক্ষা করা ও তদারকী কার্যক্রম পরিচালনা করা। | ইউএও/এইও’র মাধ্যমে |
|
০৬ | কৃষি উপকরনের চাহিদা নিরম্নপন, প্রাপ্যতা ও সুষম সার ব্যবহার নিশ্চিত করা। | এসএএও’দের মাধ্যমে |
|
০৭ | কৃষক পর্যায়ে মান সম্মত বীজ উৎপাদন, সংরক্ষন, ফল ও সবজি সম্প্রসারন এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি সম্প্রসারনের লক্ষ্য কর্মসূচী বাসত্মবায়ন করা। | এসএএও’দের মাধ্যমে |
|
০৮ | দূর্যোগ ব্যবস্থাপনা, কৃষি পুনঃবার্সন ও কৃষি ঋন প্রাপ্তিতে কৃষকদের সহায়তা দান করা। | এসএএও’দের মাধ্যমে |
|
০৯ | উৎপাদন খরচ কমানোর লক্ষে ভর্তুকী মূল্যে কৃষি যন্ত্রপাতি ও উপকরন কৃষক পর্যায়ে সরবরাহ করা। | কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন ও সম্প্রসারন প্রকল্প |
|
১০ | সুষম মাত্রায় সার ব্যবহার নিশ্চিত করার জন্য উপজেলা সদর সহ ইউনিয়ন পর্যায়ে মাটি পরীক্ষা করা এবং এ বিষয়ে চাষী ভাইদের সচেতনতা বৃদ্ধি করা | এসএএও’দের মাধ্যমে |
|
সেবা গ্রহিতা যে সকল সেবা পাওয়ার অধিকার সংরক্ষণ করেন
১. স্বাস্থ্য উপকেন্দ্রে আগত নারী-পুরুষ, বৃদ্ধ-যুব-শিশু সকলকে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
২. ডায়রিয়া রোগীদের জন্য ওআরএস সরবরাহ করা হয়।
৩. হাসপাতালে আগত প্রসূতি রোগীদের এন্টিনেটাল চেকআপসহ প্রয়োজনীয় উপদেশ দেয়া হয় এবং আয়রন
ট্যাবলেট সরবরাহ করা হয়।
৪. জাতীয় যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কার্যক্রমেরআওতায় যক্ষ্মা রোগীদের কফ্ পরীক্ষার জন্য কফ সংগ্রহ করা হয়
এবং যক্ষ্মা ও কুষ্ঠ রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করা করা হয়।
৫. শিশু ও মহিলাদের ইপিআই কার্যক্রমেরআওতায় প্রতিষেধক টিকা দেওয়া হয়।
৬. উপস্বাস্থ্য কেন্দ্রে আগত রোগীদের স্বাস্থ্য, পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা দেওয়া হয়।
৭. উপস্বাস্থ্য কেন্দ্রে আগত কিশোর-কিশোরী ও সক্ষম দম্পতিদের মধ্যে প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কার্যক্রমপরিচালনা করা হয়।
৮. প্রয়োজনে রোগীকে উপজেলা হাসপাতালে রেফার করা হয়।
৯. আগত রোগী ও তাদের আত্মীয়স্বজনগণ স্বাস্থ্যসেবা সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ ও উপদেশের জন্য সংশ্লিষ্ট
চিকিৎসকগণের সাথে সহজেই যোগাযোগ করতে পারেন।
১০. উপ-স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক নোটিশ বোর্ড সবার দৃষ্টি গোচর হয় এমন জায়গায় স্থাপিত আছে।
নোটিশ বোর্ডে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ আছে।
১১. সরবরাহ সাপেক্ষে ঔষধসমূহ সেবাকেন্দ্র হতে বিনামূল্যে প্রদান করা হয়। তবে চিকিৎসার প্রয়োজনে কোন
কোন ঔষধ কেন্দ্রের বাহির হতে সেবা গ্রহিতাকেক্রয় করতে হতে পারে।
১২. বোর্ডে মজুদ ঔষধের তালিকা, প্রদানকৃত সেবাসমূহের তালিকা, সেবা প্রদানকারী চিকিৎসকের তালিকা
টানানো আছে।
প্রদেয় সেবা/কাজের নাম ও স্থান | সংশ্লিষ্ট বিধি বিধান | সেবা প্রদানের সময়সীমা | সেবা প্রদানকারীগণের নাম ও পদবী |
| |
০১ | উপজেলা পরিবার পরিকল্পনা কর্মসূচী বাস্তবায়ন করা | দায়িত্ব ও কর্তব্য/পরিপত্র | পূর্ব নির্ধারিত মাসিক ও বাৎসরিক প্রোজেকশন ভিত্তিক | উপজেলা পর্যায়ের ম্যানেজারগণ |
|
০২ | উপজেলা মাতৃ-শিশু ও প্রজনন স্বাস্থ্য কর্মসূচী বাস্তবায়ন করা | ঐ | চলমান কর্মসূচী | ঐ |
|
০৩ | নিয়মিত ও বিশেষ স্থায়ী পদ্ধতির কার্যক্রম আয়োজন করা | ঐ | সপ্তাহে কমপক্ষে ১বার বিশেষ, স্থায়ী পদ্ধতির কর্মসূচী বাসত্মবায়ন | ঐ |
|
০৪ | এম,সি,এইচ ইউনিটের কার্যক্রম বাস্তবায়ন করা | ঐ | প্রতি কর্ম দিবস | ঐ ও পরিবার কল্যাণ পরিদর্শিকা |
|
০৫ | ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসমূহের পরিবার পরিকল্পনা মা, শিশু ও প্রজনন স্বাস্থ্য কার্যক্রম ইউনিয়ন পর্যায়ের কর্মীদের মাধ্যমে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা |
ঐ |
প্রতি কর্ম দিবস | ঐ ও উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ও পরিবার কল্যাণ পরিদর্শিকা |
|
০৬ | ইউনিয়ন কর্মীদের দ্বারা ইউনিট/গ্রাম পর্যায়ে প্রদানের জন্য স্যাটেলাইট ক্লিনিক সংগঠনের ব্যবস্থা করা | ঐ | প্রতি ইউনিয়নে সপ্তাহে দু’টি
| ঐ ও পরিবার কল্যাণ পরিদর্শিকা |
|
০৭ | পরিবার কল্যাণ সহকারীদের বাড়ী পরিদর্শনের মাধ্যমে অস্থায়ী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিতরণসহ উদ্বুদ্ধকরণ কার্যক্রম বাস্তবায়ন করা | দায়িত্ব ও কর্তব্য/পরিপত্র | স্ব স্ব ইউনিটে প্রতি মাসে প্রায় ২০ দিন
| পরিবার কল্যাণ সহকারী | |
০৮ | এস,বি,এ ট্রেনিংপ্রাপ্ত পরিবার কল্যাণ সহকারীগণ ইউনিট পর্যায়ে পরিবার পরিকল্পনা সেবার পাশাপাশি গর্ভবতী মায়ের প্রসবকালীন সেবা প্রদান | ঐ | প্রতি কর্ম দিবস
| এস,বি,এ প্রশিক্ষণ প্রাপ্ত পরিবার কল্যাণ সহকারী | |
০৯ | পরিবার পরিকল্পনা এবং মা, শিশু ও প্রজনন স্বাস্থ্য কার্যক্রমে নিয়োজিত বেসরকারি সংস্থা সমূহের জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী সরবরাহ করা এবং তাদের কাজে সহযোগিতা ও তত্ত্বাবধান করা | ঐ |
নিয়মিত ভাবে | উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মেডিক্যাল অফিসার (MCH-FP) |
ক্রম | প্রদেয় সেবা/কাজের নাম ও স্থান | সংশ্লিষ্ট বিধি বিধান | সেবা প্রদানের সময়সীমা | সেবা প্রদানকারীগণের নাম ও পদবী |
১০ | সরকারের নিয়মিত সম্প্রসারিত টিকাদান কর্মসূচী (ইপিআই) কার্যক্রমসহ বিশেষ দিনে (এনআইডি) টিকাদান বাস্তবায়ন করা | ঐ | কর্ম এলাকা অনুসারে সপ্তাহে ১-২ দিন | উপজেলা পর্যায়ের ম্যানেজারগণ |
১১ | স্যাটেলাইট ক্লিনিকসহ সেবাকেন্দ্রে DDSকিট(ঔষধপত্র) এবং জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীসহ বিভিন্ন উপকরণ সরবরাহ করা | ঐ | সেবা কেন্দ্রের চাহিদা ভিত্তিক এবং সরবরাহ নীতিমালা অনুযায়ী সরবরাহ করা | উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা |
১২ | উপজেলা পরিবার পরিকল্পনা মা, শিশু ও প্রজনন স্বাস্থ্য কার্যক্রম বাস্তবায়নে সহায়ক তদারকী এবং মনিটরিং জোরদার করা | ঐ | কর্মকর্তাদের জন্য নির্ধারিত ১৮ দিন থেকে ২০ দিন
| ঐ ও মেডিক্যাল অফিসার (MCH-FP) |
১৩ | মন্ত্রনালয় এবং অধিদপ্তরের নির্দেশনা ও নীতিমালা মোতাবেক কার্যাবলী বাস্তবায়ন করা | ঐ | নিয়মিত ভাবে | ঐ
|
১৪ | উপজেলা পর্যায়ের বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে মাসিক সভার আয়োজন করা | ঐ | প্রতিমাসে | ঐ
|
১৫ | উপজেলা পরিবার পরিকল্পনা কমিটির সভার আয়োজন করা ও কমিটি কর্তৃক কোন দায়িত্ব প্রদান করা হলে তা বাস্তবায়ন করা | ঐ | নিয়মিত ভাবে | ঐ
|
১৬ | মাঠ পর্যায়ে জন্ম নিরোধক ও শিশু সেবা গ্রহণকারীদের উপাত্ত যাচাই করা এবং উর্দ্বতন কর্তৃপক্ষ বরাবরে প্রতিবেদন প্রেরণের ব্যবস্থা করা | ঐ | মাসিক কার্যক্রম
|
|
১৭ | কর্মসূচীর মাসিক অগ্রগতির প্রতিবেদন কর্তৃপক্ষের নিকট প্রেরণ
| ঐ | প্রতি মাসে ৫ থেকে ৭ তারিখের মধ্যে | উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মেডিক্যাল অফিসার (MCH-FP) |
১৮ | কর্মচারীদের বার্ষিক বর্ধিত বেতন, দক্ষতা সীমা টাইম স্কেল, চিত্ত বিনোদন ছুটি মঞ্জুরের জন্য কর্তৃপক্ষের নিকট সুপারিশ সহ প্রেরণ | ঐ | আবেদনের তিন কর্ম দিবসের মধ্যে
| ঐ |
১৯ | যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দাখিলকৃত কর্মচারীদের যে কোন আবেদন উর্দ্বতন কর্তৃপক্ষের নিকট অগ্রায়ন করা | ঐ | আবেদনের তিন কর্ম দিবসের মধ্যে
| ঐ |
২০ | মাঠ পর্যায়ে তথ্য, শিক্ষা, যোগাযোগ কার্যক্রম বাস্তবায়ন | ঐ | নিয়মিত ভাবে | ঐ |
সিটিজেন চার্টার
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র/ক্লিনিক (উপজেলা পর্যায়)
ক) মা ও শিশু স্বাস্থ্য সেবা (বিনামূল্যে প্রদত্ত)
ক্রম | প্রদেয় সেবা/কাজের নাম ও স্থান | সংশ্লিষ্ট বিধি বিধান | সেবা প্রদানের সময়সীমা | সেবা প্রদানকারীগণের নাম ও পদবী |
০১ | গর্ভবতী সেবা | দায়িত্ব ও কর্তব্য/পরিপত্র | যথাসম্ভব স্বল্পতম সময়ে সেবা প্রদান | পরিবার কল্যাণ পরিদর্শিকা |
০২ | গর্ভোত্তর সেবা | ঐ | ঐ | ঐ |
০৩ | এম, আর সেবা | ঐ | ঐ | ঐ |
০৪ | নবজাতকের সেবা | ঐ | ঐ | ঐ |
০৫ | ৫ বছরের কম বয়সী শিশুদের সেবা | ঐ | ঐ | ঐ |
০৬ | প্রজননতন্ত্রের/যৌনবাহিত রোগের সেবা | ঐ | ঐ | ঐ |
০৭ | ই, পি, আই সেবা | ঐ | ঐ | ঐ |
০৮ | ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ | ঐ | ঐ | ঐ |
ক) পরিবার পরিকল্পনা সেবা (বিনামূল্যে প্রদত্ত)
ক্রম | প্রদেয় সেবা/কাজের নাম ও স্থান | সংশ্লিষ্ট বিধি বিধান | সেবা প্রদানের সময়সীমা | সেবা প্রদানকারীগণের নাম ও পদবী |
০১ | পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ প্রদান | দায়িত্ব ও কর্তব্য/পরিপত্র | যথাসম্ভব স্বল্পতম সময়ে সেবা প্রদান | পরিবার কল্যাণ পরিদর্শিকা |
০২ | খাবার বড়ি | ঐ | ঐ | ঐ |
০৩ | জন্ম নিরোধক ইনজেকশন | ঐ | ঐ | ঐ |
০৪ | আই,ইউ,ডি / কপার টি | ঐ | ঐ | ঐ |
০৫ | ইমপ্ল্যান্ট | ঐ | ঐ | মেডিক্যাল অফিসার (MCH-FP) |
০৬ | ভ্যাসেকটমি/ এন,এস,ডি (স্থায়ী পদ্ধতি- পুরুষ)
| ঐ | নিয়মিতভাবে এবং নির্ধারিত বিশেষ স্থায়ী পদ্ধতির দিনে স্বল্পতম সময়ে | ঐ |
০৭ | টিউবেকটমি (স্থায়ী পদ্ধতি-মহিলা) | ঐ | ঐ | ঐ |
০৮ | পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ ব্যবহার জনিত পার্শ্বপ্রতিক্রিয়া ও জটিলতার সেবা | ঐ | ঐ | ঐ
|
গ) সরকার নির্ধারিত মূল্য প্রদান সাপেক্ষে প্রদত্ত পরিবার পরিকল্পনা সেবাঃ
ক্রম | প্রদেয় সেবা/কাজের নাম ও স্থান | সংশ্লিষ্ট বিধি বিধান | সেবা প্রদানের সময়সীমা | সেবা প্রদানকারীগণের নাম ও পদবী |
০১ | ই,সি,পি | সরকারি নির্দেশনা অনুযায়ী | যথাসম্ভব স্বল্পতম সময়ে সেবা প্রদান | পরিবার কল্যাণ পরিদর্শিকা |
০২ | কনডম - ১(ডজন) - ১ টাকা ২০ পয়সা | ঐ | ঐ | ঐ |
ঘ) পরিবার পরিকল্পনা কার্যক্রমে সরকার গ্রহীতাকে নিম্নলিখিত সুবিধা দিয়ে থাকেঃ
ক্রম | প্রদেয় সেবা/কাজের নাম ও স্থান | সংশ্লিষ্ট বিধি বিধান | সেবা প্রদানের সময়সীমা | সেবা প্রদানকারীগণের নাম ও পদবী |
০১ | আই,ইউ,ডি/কপারটি এর ক্ষেত্রে ১৫০+২৪০=৩৯০/- গ্রহিতাকে প্রদান করা হয় যাতায়াত বাবদ | সরকারি নির্দেশনা অনুযায়ী | যথাসম্ভব স্বল্পতম সময়ে সেবা প্রদান | পরিবার কল্যাণ পরিদর্শিকা |
০২ | নরপ্ল্যান্ট বা ইমপ্ল্যান্ট এর ক্ষেত্রে মোট ৩৬০/- = (১৫০ + ৭০ + ৭০ + ৭০) টাকা | ঐ |
| পরিবার কল্যাণ পরিদর্শিকা ও মেডিক্যাল অফিসার (এমসিএইচ-এফপি) |
০৩ | স্থায়ী পদ্ধতি (পুরুষ) এর ক্ষেত্রে ২০০০/- ও ১টি লুঙ্গি | ঐ | সপ্তাহে প্রতি সোমবার | ঐ |
০৪ | স্থায়ী পদ্ধতি (মহিলা) এর ক্ষেত্রে ২০০০/- ও ১টি শাড়ি | ঐ | ঐ | ঐ |
ঙ) অন্যান্য সেবা (বিনামূল্যে প্রদত্ত)
ক্রম | প্রদেয় সেবা/কাজের নাম ও স্থান | সংশ্লিষ্ট বিধি বিধান | সেবা প্রদানের সময়সীমা | সেবা প্রদানকারীর নাম ও পদবী |
০১ | সাধারণ রোগী সেবা | দায়িত্ব ও কর্তব্য পরিপত্র | স্বল্পতম সময়ে | পরিবার কল্যাণ পরিদর্শিকা |
০২ | বয়ঃসন্ধিকালীন সেবা (কৈশোর প্রজনন স্বাস্থ্য সেবা) | ঐ | ঐ | ঐ |
০৩ | স্বাস্থ্য শিক্ষামূলক সেবা | ঐ | ঐ | ঐ |
জেলা শহর মানিকগঞ্জ থেকে আরিচা কিম্বা পাটুরিয়া গামী পদ্মা লাইন অথবা বি,আর,টি,সি বাসে আরিচা পাটুরিয়ারর আগের স্টেশন উথলী নামক স্থানে নামার পর উথলী থেকে জাফরগঞ্জ রোডে রিক্সা, অটোরিক্সা, সি,এন জি,কিম্বা বেবী ট্যাক্সি করে বাড়াদিয়া স্টেশনে নেমে পূর্বদিগে কাচা রাস্তা ধরে পায়ে হেটে আনুমানিক ৫০০ গজ দুরেই উথলী ইউনিয়ন ভূমি অফিস, শিবালয়, মানিকগঞ্জ অবস্থিত। বর্তমান ভূমি অফিসটি নিজস্ব ভবনে কার্যক্রম পরিচালনা বরে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস